ঢাকা, ডিসেম্বর ৩০, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ১১:১৮ pm

বিজ্ঞানের পথে পথে

| ২৬ ফাল্গুন ১৪২১ | Tuesday, March 10, 2015

bigganer-pothe-pothe.jpgপ্রকৃতিবিদ দ্বিজেন শর্মা তাঁর ভূমিকায় লিখেছেন, খালেদা ইয়াসমিন ইতির লেখা বিজ্ঞানের পথে পথে বইটির সূচিপত্র জানিয়ে দেয় যে, এটি কোনো জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ নয়। ভৃমিকায় বিষয়টি খোলাসা করে লিখেছেন, বিশ্বজোড়া এক অভিন্ন জাতি আর বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখে বেড়ে উঠেছি। মানবসভ্যতার ইতিহাস পড়া নিয়ে বারবার হোচট খেয়েছি, দেখছি আমরা পরস্পরকে কীভাবে পেছন টেনে ধরেছি। কত ক্ষুদ্র স্বার্থ আমাদের চলার পথকে বিঘ্নিত করেছে। অ‌ন্যথা মানবিকতা বোধে ছেয়ে যেত আমাদের সবুজ-‌শ্যমল গ্রহটা।’ অর্থাত লেখিকা বিজ্ঞানকে বিশ্বজ্ঞান ও বিশ্বকল্যাণের পরিপ্রেক্ষিতে পাঠকসমক্ষে উপস্থাপনে আগ্রহী। ইয়াসমিন অনেকদিন থেকে ‘ডিসকাশন প্রজেক্ট এর সঙ্গে যুক্ত থাকার সুবাদে জনসম্পৃক্ততা থেকে এবোধ অর্জনে সহায়তা পেয়েছেন। বলা বাহুল্য এ ‌ধারার লেখক, বিশেষত নারী লেখক, আমাদের দেশে বড়ই বিরল।
বইটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ । প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৫