ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৭:১৯ pm

মঙ্গল উৎসব ২০০৩

| ১৩ ভাদ্র ১৪১০ | Thursday, August 28, 2003

নারায়ণগঞ্জ মঙ্গল উৎসব- ২৮ আগস্ট ২০০৩। ডিসকাশন প্রজেক্ট এর আয়োজনে নারায়ণঘঞ্জ সাঙস্কৃতিক জোটের সহযোগিতায় ডিসকশন প্রজেক্ট এর কর্মী ও শুভাকাঙ্খীদের মঙ্গল উৎসব উদযাপনে পথযাত্রা। শরীফ উদ্দিন সবুজের তত্ত্বাবধানে পথযাত্রাটি বরফ কল ঘাটের দিকে যাচ্ছে। ওখানেই টেলিস্কোপ দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছে আসা মঙ্গলকে উৎসাহিরা দেখবে।
mongol-utsob-1.jpg

নারায়ণগঞ্জ মঙ্গল উৎসব- ২৮ আগস্ট ২০০৩। ডিসকাশন প্রজেক্ট এর মঙ্গল গ্রহ নিয়ে বিজ্ঞান বক্তৃতা চলছে
mongol-utsob-2.jpg257222_139413206133970_5305644_o1.jpg270719_139413209467303_1862166_n.jpg