ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৭:২০ pm

নারায়ণগঞ্জ গণিত অলিম্পিয়াড : ২০০২ সাল

| ৩ ফাল্গুন ১৪০৮ | Friday, February 15, 2002

ডিসকাশন প্রজেক্ট -এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ গণিত অলিম্পিয়াডে প্রায় ৬০০ অংশগ্রহণকারী অংক করায় ব্যস্ত। প্রথম-আলো রেডিক্যাশের সৌজন্যে ‘নারায়ণগঞ্জ গণিত অলিম্পিয়াড’ শিরোনামের অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ডিসকাশন প্রজেক্ট এর কর্মীরা প্রায় ৫০টি স্কুলে ক্যামপেইন করেছে, সরাসরি চিঠি পাঠিয়েছে প্রায় পনে তিনশত স্কুল ও কলেজে। তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০০২
04a.jpg04b.jpg
পুরষ্কার বিজয়ীদের সঙ্গে বাঁ থেকে বিজ্ঞান বক্তা আসিফ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কাইয়ুম চৌধুরী, মু. জাফর ইকবাল, ড. কায়কোবাদ, ড.গৌরাঙ্গদেব রায় এবং মুনির হাসান।