ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৭:২৭ pm

বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১১ (নারায়ণগঞ্জ)

| ২৫ আশ্বিন ১৪১৮ | Monday, October 10, 2011

13.jpg42.jpg52.jpg
বিশ্ব মহাকাশ সপ্তাহের শেষদিন, ১০ অক্টোবর নারয়ণগঞ্জে উদযাপন হয়। বিজ্ঞান সংস্থা ডিসকাশন প্রজেক্ট নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাথে যৌথভাবে এদিনটি উদযাপন করে। এ উপলক্ষ পথযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহাকাশ বিষয়ক চলচ্চিত্র দেখানো হয়। ১০ অক্টোবর ২০১১
22.jpg
বিশ্ব মহাকাশ সপ্তাহ -২০১১ নারায়ণগঞ্জ জিয়া হল। বিভিন্ন স্কুল থেকে আগত অংশগ্রহণকারীরা।
32.jpg
বিশ্ব মহাকাশ সপ্তাহ -২০১১ উপলক্ষ্যে ডিসকাশন প্রজেক্টর উদ্যোগে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এবং ডিসকাশন প্রজেক্ট এ আয়োজন করে। ছবি আকিয়েদের সাথে নারায়ণগঞ্জের সাঙস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির এফ আর সরকার ও বিজ্ঞান বক্তা আসিফ
62.jpg
শহীদ জিয়া হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১০ অক্টোবর ২০১১