ঢাকা, নভেম্বর ২১, ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১, স্থানীয় সময়: ১২:৩৭ pm

সূর্যের বলয়গ্রহণ ২০১০

| ২ মাঘ ১৪১৬ | Friday, January 15, 2010

15.jpg
১৫ জানুয়ারি বলয়গ্রহণে সেন্টমার্টিনের দিয়ারচর থেকে পর্যটক হিসেবে পর্যবেক্ষণ করছে - ১৫ জানুয়ারি ২০১০
23.jpg33.jpg
১৫ জানুয়ার, ২০১০ সূর্যের বলয়গ্রহণে সেন্টমার্টিনের দিয়ারচর থেকে পর্যটক হিসেবে ডিসকাশন প্রজেক্ট এর কর্মীরা পর্যবেক্ষণ করছে। প্রবাল প্রান্তরে দাড়িয়ে এই অপরূপ দৃশ্যটি। ১৫ জানুয়ারি ২০১০
43.jpg

পৃথিবীকে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয়। জীবনানন্দ দাশের কথাগুলোই দৃশ্যমান হয়েছিল। সর্বোচ্চ গ্রহণের সময় মায়াবী আলোতে ঢেকে গিয়েছিল সেন্টমার্টিনের প্রবাল প্রান্তর।
কেবল সেন্টমার্টিন থেকে এই প্রায় পূর্ণ বলয়গ্রহণের অপরূপ স্বর্ণবলয়টি দেখা গিয়েছিল। এমনকি কক্সবাজার, টেকনাফ অঞ্চল থেকে দেখা যায় নি। ১৫ জানুয়ারি ২০১০