মৌলিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও তা সাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালের ১৯ মে আসিফ এর উদ্যোগে যাত্রা শুরু করে ডিসকাশন প্রজেক্ট। যা দ্রুত একটি বিজ্ঞান আন্দোলনে রূপ নেয়। জ্ঞানের আলোয় সব পঙ্কীলতা দূর করে একটি সমৃদ্ধ সমাজ-সভ্যতা গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশে প্রথমবারের মত এই বিজ্ঞান সংস্থাটি দর্শনীর বিনিময়ে বিজ্ঞান ও সভ্যতা বিষয়ক বিভিন্ন বক্তৃতা আয়োজন করেছে। জ্ঞানের গন্তব্যে এই স্বাপ্নিক অভিযাত্রার একুশ বছর পূর্তি বাংলাদেশের বিজ্ঞান চর্চায় এক অনন্য উপস্থাপনা। জ্যাকব ব্রনোওস্কি যেমন বলেছিলেন, ‘আমরা হচ্ছি একটি বিজ্ঞানভিত্তিক সভ্যতা, যা এমন একটি সভ্যতা যেখানে জ্ঞান ও এর বিশুদ্ধতা হচ্ছে এর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়।‘ ল্যাটিন ভাষায় জ্ঞানের আরেক নাম হচ্ছে বিজ্ঞান—–জ্ঞানই আমাদের গন্তব্য।
ডিসকাশন প্রজেক্ট, ইমেইল: [email protected], ফোন: ০১৭১১৯৮৭৬৯৮, ০১৯১২৯১৭৫৫৪
© 2025 ডিসকাশন প্রজেক্ট, All rights reserved.
9Total visits: 956712.