ঢাকা, জানুয়ারী ২২, ২০২৫, ৯ মাঘ ১৪৩১, স্থানীয় সময়: ১:৪৩ pm

এ পাতার অন্যান্য সংবাদ

আসিফের মহাজাগতিক পথচলা

আসিফের মহাজাগতিক পথচলা

| ২৯ চৈত্র ১৪২৬ | Sunday, April 12, 2020

আসিফের মহাজাগতিক পথচলা
উন্মাদ পত্রিকা সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের পরিকল্পনায় এবং মাহবুবুল আলম তারুর গবেষণা ও পরিচালনায় বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্টের কর্মকাণ্ড ও আসিফের বিজ্ঞান বক্তৃতার ওপর নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র। ২৪ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির নাম ‘আসিফের মহাজাগতিক পথচলা’। উল্লেখ্য, ডিসকাশন প্রজেক্ট ১৯৯২ সাল থেকে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে চলেছে বাংলাদেশের একপ্প্রান্ত থেকে অন্যপ্রান্তে। দীর্ঘ ২৪ বছর ধরে এই কাজটি তারা করে গেছেন। বিজ্ঞান বক্তৃতাগুলোর লক্ষ্য ছিল, সাধারণের কাছে বিজ্ঞানকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলে ধরা। এই প্রামাণ্যচিত্রে দেখা যাবে এক স্বোচ্ছাসেবী বলছেন : ‘আমরা খুব শগ্ধিকত ছিলাম যে, টিকিট সেল করে বক্তৃতা! এটা কুড়িগ্রামের ইতিহাসে কখনও ঘটেনি এবং বক্তৃতা শোনার জন্য টিকিট নেবে কি-না! এ রকম একটা শঙ্কা আমাদের মধ্যে প্রচণ্ডরকম কাজ করেছিল।’ কিন্তু বাস্তবে মানুষ এসেছেন এবং আগত দর্শক-শ্রোতাদের ভেতর থেকে বলতে শোনা গেছে : ‘এ রকম একটা অনুষ্ঠান কুড়িগ্রামে হবে, আমরা দেখব, এটা কখনোই ভাবতে পারিনি। খুব ভালো লাগল আমার।’ ২০০৪ সালের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি’র আমন্ত্রণে নীল ফামারি শহরে আসিফ বক্তৃতা দিতে গিয়েছেন।

আসিফই সম্ভবত বাংলাদেশে একমাত্র পেশাদারি বিজ্ঞান বক্তা, যিনি দর্শনীর বিনিময়ে বক্তৃতা দিয়ে বেড়ান। ২৪ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি ‘ ১১ জুলাই ২০১৭ সালে’ মুক্তি পেল। উল্লেখ্য, মাহবুবুল আলম তারুর পরিচালনায় নির্মিত ও প্রকাশিত অন্যান্য প্রামাণ্যচিত্রগুলো :প্রিয়ভাষিণী, ডা. জোহরা কাজী,