ঢাকা, জানুয়ারী ২২, ২০২৫, ৯ মাঘ ১৪৩১, স্থানীয় সময়: ২:০২ pm

এ পাতার অন্যান্য সংবাদ

৪৬তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক প্রেক্ষাপট ও মানব সভ্যতার ঊষা ৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা ৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে? ৪৮ তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক সংস্কৃতির পথে মহাজাগতিক বর্ষপঞ্জি: পাবনায় বিজ্ঞান বক্তৃতা ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা ৭৭তম ওপেন ডিসকাশন: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য: মাইলস্টোন কলেজে নারায়ণগঞ্জে বিজ্ঞান বক্তৃতা: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা

মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা

| ২৬ কার্তিক ১৪২৫ | Saturday, November 10, 2018

মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা। ছবি: প্রণব রায়
মহাবিশ্ব সৃষ্টির দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত সুদীর্ঘ সময়কালকে এক বছর ধরে নিলে, মানুষের উদ্ভব হয়েছে কখন, প্রথম সংবিধান সে রচেছিলই বা কবে? বিশ্বব্রহ্মাণ্ডের ক্রমবিকাশের এমন নানান দিক নিয়ে ‘রোমাঞ্চকর’ বিজ্ঞান আলোচনা হয়ে গেল রাজধানীর ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে।বিজ্ঞানবক্তা আসিফ ‘মহাজাগতিক বর্ষপঞ্জি’ নিয়ে শতাধিক শিক্ষার্থীর সামনে তার দর্শন তুলে ধরেন। শনিবার এ আসরের উদ্যোক্তা ছিল বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট। আসিফ তার ৭৫তম উন্মুক্ত এ আলোচনায় বলেন, ‘মহাবিশ্বের মাঝে পৃথিবীর অবস্থান একটা বিন্দুর চেয়েও নগণ্য। অথচ মানুষ কত না তুচ্ছ কারণে পরস্পরের মাঝে বিরোধের বিশাল দেওয়াল তুলে দেয়।’ বাংলা একাডেমির ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাওয়া এ লেখক মহাবিস্ফোরণ থেকে আজঅবধি সব ঘটনাকে সহজ ভাষায় সবার বোধগম্য করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে স্কুলটির ১১০ শিক্ষার্থী ও শিক্ষকরা এবং ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মীরা উপস্থিত ছিল। ছবি: প্রণব রায়
আড়াই ঘণ্টার এ আসরের সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল প্রশ্নোত্তর পর্ব। পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের অস্তিত্ব আছে? এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে ‘বিজ্ঞানের বহু গতিপথ’ বইয়ের লেখক আসিফ অন্তত কোটি গ্রহে মানুষের চেয়ে উন্নত বুদ্ধিমান প্রজাতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সমান্তরাল মহাবিশ্ব, কৃষ্ণবিবর এবং সময় পরিভ্রমণ নিয়েও কৌতূহলী শিক্ষার্থীরা তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেন।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে দুই যুগের বেশি সময় ধরে দেশের সবপ্রান্তে বিজ্ঞানের দর্শন ফেরি করে বেড়ানো আসিফের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 
‘আসিফের মহাজাগতিক পথচলা’ শীর্ষক এ প্রামাণ্যচিত্রটি উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের পরিকল্পনায় এবং মাহবুবুল আলম তারুর গবেষণা ও পরিচালনায় নির্মিত।

অনুষ্ঠানে ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানযাত্রার কথা তুলে ধরেন সংগঠনটির সহ-উদ্যোক্তা, লেখক খালেদা ইয়াসমিন ইতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক অনিক আজাদ। অনুষ্ঠানে স্কুলটির ১১০ শিক্ষার্থী ও শিক্ষকরা এবং ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মীরা উপস্থিত ছিলেন।