ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৮:২৮ pm

এ পাতার অন্যান্য সংবাদ

৪৬তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক প্রেক্ষাপট ও মানব সভ্যতার ঊষা ৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা ৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে? ৪৮ তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক সংস্কৃতির পথে মহাজাগতিক বর্ষপঞ্জি: পাবনায় বিজ্ঞান বক্তৃতা ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা ৭৭তম ওপেন ডিসকাশন: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য: মাইলস্টোন কলেজে নারায়ণগঞ্জে বিজ্ঞান বক্তৃতা: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা

দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা

| ২৮ ফাল্গুন ১৪২৩ | Sunday, March 12, 2017

দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা
বরিশালের অমৃত লাল দে কলেজে ১০ মার্চ শুক্রবার বিকেলে ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা করেন বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ। বক্তৃতার প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য দেন কার্টুনিস্ট আহসান হাবীব। বিজ্ঞান সংগঠন কসমিক কালচার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কবীর, কসমিক কালচারের সভাপতি ড. অনীশ মণ্ডল, ব্যবসায়ী শহীদুল ইসলাম পিন্টু। যোয়েল কর্মকারের উপস্থাপনায় ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিজ্ঞানে নারীদের অবদান শিরোনামে একটি পর্বে আলোচনা করেন ডিসকাশন প্রজেক্টের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত খালেদা ইয়াসমিন ইতি। তিনি বিজ্ঞানের ইতিহাস ও এতে নারীদের অবদান তুলে ধরেন।

আসিফ বলেন, সূর্যের মতোই আরও প্রায় ৪০ হাজার কোটি নক্ষত্র নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। ড্রেক সমীকরণ ১০০ কোটি গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার গাণিতিক সম্ভাবনার কথা বলছে।

বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণীর সাথে যোগাযোগের ক্ষেত্রে মিশরীয় হায়ারোগ্লিফিক-এর পাঠোদ্ধার পদ্ধতি আলোকবর্তিকা দেখাতে পারে। মানব সভ্যতা অত্যন্ত সম্ভাবনাময় কিন্তু আমরা বিভিন্ন জাতি নিজেদের মধ্যে যুদ্ধ ও অনৈক্যের মাধ্যমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে অনৈক্য কমানো গেলেই আমরা বহির্জাগতিক সভ্যতার সাথে যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যাব।