৪৮ তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক সংস্কৃতির পথে
|
৭ চৈত্র ১৪১৪ |
Friday, March 21, 2008
বগুড়া সায়েন্স ক্লাব ও সমকালের উদ্যোগে ২১ মার্চ ২০০৮ সালে বগুড়া জেলা পসিষদের মিলনায়তনে ‘মহাজাগতিক সংস্কৃতির পথে’ শিরোনামে ডিসকাশন প্রজেক্ট এর বিজ্ঞান বক্তৃতা অনুৃষ্ঠিত হয়। এটা ছিল ডিসকাশন প্রজেক্ট এর ৪৮ তম ওপেন ডিসকাশন।