ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৮:২২ pm

এ পাতার অন্যান্য সংবাদ

৪৬তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক প্রেক্ষাপট ও মানব সভ্যতার ঊষা ৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা ৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে? ৪৮ তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক সংস্কৃতির পথে মহাজাগতিক বর্ষপঞ্জি: পাবনায় বিজ্ঞান বক্তৃতা ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা ৭৭তম ওপেন ডিসকাশন: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য: মাইলস্টোন কলেজে নারায়ণগঞ্জে বিজ্ঞান বক্তৃতা: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা

৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা

| ১২ শ্রাবণ ১৪১৪ | Friday, July 27, 2007

৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা
‘ইতিহাস বিচ্ছিন্নতা শুধু সাংস্কৃতিক, রাজনৈতিক পরিমণ্ডলেই বিপর্যয় ডেকে আনেনা, বরং বৈজ্ঞানিক অগ্রগতিকেও করে পথহারা। আমাদের দেশের বর্তমানকালের বিজ্ঞানের অনগ্রসরতার পেছনে এ কারণটিই অন্যতম দায়ী।’ গত ২৭ জুলাই ২০০৭ বিকেল ৪টায় সিলেট শারদা স্মৃতি ভবনে অনুষ্ঠিত ‘কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতায় ডিসকাশন প্রজেক্ট এর উদ্দ্যোক্তা ও দেশের একমাত্র বিজ্ঞান বক্তা আসিফ এ বক্তব্য প্রদান করেন। প্রায় দুইশত দর্শকের উপস্থিতিতে ‘বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল, সিলেট’ দ্বি-বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। এটি ছিল ডিসকাশন প্রজেক্টের ৪৫তম ওপেন ডিসকাশন। ডিসকাশন প্রজেক্ট এর ১৫ বছরের কর্মকান্ডকে পরিচয় করিয়ে দেন শামসুদ্দিন আহমেদ।
৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা
উল্লেখ্য মুক্ত জ্ঞান চর্চার প্রসার, বিজ্ঞান ও যুক্তিবাদী দর্শনে উদ্বুদ্ধ সিলেট সদরের কয়েকজন তরুণ গড়ে তুলেছে বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল নামে একটি সংগঠন। এ সংগঠনটি শারদা স্মৃতি ভবনে বিজ্ঞান বক্তৃতার আগে একটি আলোচনা সভারও আয়োজন করে। অনুষ্ঠানের সহায়তায় ছিলেন অনন্ত বিজয় দাশ, হাসান শাহরিয়ার, এম এ আলীম, মনির হোসাইন, লিটন দাশ, আব্দুর রাজ্জাক।