ঢাকা, জানুয়ারী ২২, ২০২৫, ৯ মাঘ ১৪৩১, স্থানীয় সময়: ২:০৬ pm

হলিক্রস বিজ্ঞান ক্লাব আয়োজিত ৭ম আন্তঃকলেজ বিজ্ঞান মেলা

| ১ শ্রাবণ ১৪১৬ | Thursday, July 16, 2009

হলিক্রস বিজ্ঞান ক্লাব আয়োজিত ৭ম আন্তকলেজ বিজ্ঞান মেলা
হলিক্রস বিজ্ঞান ক্লাব আয়োজিত ৭ম আন্তকলেজ বিজ্ঞান মেলা
১৬ থেকে ১৮ জুলাই ২০০৯। হলিক্রস কলেজ প্রাঙ্গনে হলিক্রসবিজ্ঞান ক্লাব আয়োজন করেছিল ৭ম আন্তকলেজ বিজ্ঞান মেলা। ১৬ তারিখ বেলা ৩.৩০ ঘটিকায় এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান বক্তা আসিফ।
উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা মেরিয়ান টিরিজা, ক্লাব মডারেটর মিসেস রিনা দাস, সাবেক পদার্থবিজ্ঞানের অধ্যাপক জি পি মিত্র, সিস্টার যোসেফ মেরী এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও সিস্টারগন।