ঢাকা, জানুয়ারী ২২, ২০২৫, ৯ মাঘ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৫৬ am

এ পাতার অন্যান্য সংবাদ

লক্ষ্য আমাদের কথা

আমাদের কথা

| ২৫ বৈশাখ ১৪২৭ | Friday, May 8, 2020

ডিসকাশন প্রজেক্ট

সামাজিক উন্নয়ন ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা দরকার, সেই চেতনা এনে দিতে পারে বিজ্ঞান। মানুষকে বৈজ্ঞানিক পদ্ধতি বোঝানো গেলে মানুষ বুঝতে পারবে তার অবস্থান, বুঝতে পারবে তার প্রয়োজনটা। তাকে আলাদা করে কুসংস্কারের ব্যাপারে শিক্ষা দেবার দরকার নেই, উন্নয়নের আবশ্যিকতা বলে দেয়ার দরকার নেই। বিজ্ঞান-প্রযুক্তিগত প্রচারণা/ধারণার মাধ্যমে সামাজিক উন্নয়নের চেতনা ও ধারণা বিকশিত করা যত সহজ ও বাস্তবসম্মতভাবে সম্ভব, তা আর কোনভাবেই নয়। এই অবস্থান ও বিবেচনা থেকে ডিসকাশন প্রজেক্ট সক্রিয় ও তৎপর।
ডিসকাশন প্রজেক্ট অতীতের জ্ঞান ধারাকে অনুসরণ করে একটি মুক্ত জ্ঞান-চর্চার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। ডিসকাশন প্রজেক্ট-এর সদস্যরা ছড়িয়ে রয়েছে চট্টগ্রাম, সন্দ্বীপ থেকে কুড়িগ্রাম, নীলফামারী, চিলমারি পর্যন্ত। সংস্থার সদস্যদের বিজ্ঞান ও সভ্যতা বিষয়ক বিভিন্ন লেখা ইতোমধ্যে দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জার্মান রেডিও সেন্টার ডয়েচে ভিলে এবং রেডিও ভেরিতাস, ফিলিপাইন থেকে ডিসকাশন প্রজেক্ট-এর উপর প্রতিবেদনসহ বিজ্ঞানবক্তা আসিফের সাক্ষাৎকার প্রচারিত হয়। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বই পড়া নয় বরং গোয়েটিংগেন, আলেক্সান্দ্রিয়ার মতো জ্ঞানকেন্দ্র গড়ে তোলাই আমাদের স্বপ্ন। আর কিছু না হোক সমাজের এ বিশৃঙ্খলা, হতাশার মাঝে বিজ্ঞানের চমৎকার পরিবেশ সৃষ্টির প্রচেষ্টাই বা কম কি? বিজ্ঞান-চর্চার এ আন্দোলনে জড়িত হওয়ার আমন্ত্রণ রইল।