ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ৬:৩৭ pm

এ পাতার অন্যান্য সংবাদ

লক্ষ্য আমাদের কথা

লক্ষ্য

| ২২ বৈশাখ ১৪২৭ | Tuesday, May 5, 2020

তথ্যপ্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে মানবীয় মূল্যবোধকে সবার উপর স্থান দেওয়াই ডিসকাশন প্রজেক্ট -এর প্রথম ও প্রধানতমঃ উদ্দেশ্য। তাই জ্ঞান-বিজ্ঞানের প্রাযুক্তিক সাফল্যের সাথে সংস্কৃতির (শিল্প, সাহিত্য ও সঙ্গীত) বৈভবকে কমিয়ে আনা জরুরী। এই মূল্যবোধকে যথাযথ আসনে উপনীত করার লক্ষ্যে নিম্নোক্ত উদ্দেশ্য ও কর্মসমূহ পালনে ডিসকাশন প্রজেক্ট সচেষ্ট –

 

  • মহাবিশ্বের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, জীবনের উৎপত্তি ও ক্রমবিকাশ, মানুষের ক্রমবিকাশ, সভ্যতা ও সংস্কৃতির বিবর্তন নিয়ে বিশুদ্ধ জ্ঞান অন্বেষন ও তার চর্চা।
  • বিশুদ্ধভাবে জ্ঞানচর্চার জন্য বিজ্ঞানের যেসব মৌলিক বিষয় রয়েছে (গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও জোর্তিঃবিজ্ঞান) তা নিয়ে সর্বদা চর্চা, আলোচনা ও সংস্কৃতির সাধারণ অঙ্গ করে তোলা।
  • জ্ঞান-বিজ্ঞানের ইতিহাসে যে সকল মানুষ কিংবদন্তী হয়ে আছে তাদের জীবনী ও কাজসমূহ নিয়ে আলোচনা করা।
  • এই প্রজেক্টের মাধ্যমে বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের জগতে মূল্যবান ও আধুনিক যে-সব বইপত্র ও তথ্য আছে তা অনুবাদ করে গ্রন্থ আকারে প্রকাশ করা এবং পত্র-পত্রিকার মাধ্যমে সকল শ্রেণীর পাঠকের কাছে তা পৌঁছে দেয়া। পাশাপাশি ডিসকাশন প্রজেক্টের সদস্যদের বিজ্ঞানচর্চার সাথে সাথে বিজ্ঞান ও সভ্যতা বিষয়ক লেখালেখিতে উদ্বুদ্ধ ও দক্ষ করে তোলা।
  • পরিবেশকে দুষনমুক্ত রাখা এবং জ্বালানী সংকট থেকে বের হয়ে আসার অভিপ্রায়ে সৌরশক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করণ।
  • সর্বোপরি দর্শনীর বিনিময়ে বিজ্ঞান ও সভ্যতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে চমৎকারভাবে এ সকল বিষয় উপস্থাপনের মাধ্যমে দর্শককদের মধ্যে মুক্তভাবে জ্ঞান অন্বেষনকে প্রভাবিত করা এবং পাশাপাশি এ বিষয়ে পেশাদারী মনোভাব ও গুরুত্ব তৈরি করা। উপরোক্ত দায়িত্বগুলো পালনের মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতিক দূরত্বকে শিথিল করে মানুষের মধ্যে বৈজ্ঞানিক প্রবাহকে নিশ্চিত করা।